সমস্ত পাথর হলে মহামূল্য মণি - মণির কদর কিছু হত না কখন।
আমাদের এই সুন্দর পৃথিবীতে পরস্পর বিপরীতধর্মী উপাদানসমূহের দ্বান্দ্বিক প্রক্রিয়া সচল অস্তিত্বমান। সৃষ্টি-ধ্বংস, জন্ম-মৃত্যু, আলো-আঁধার, সুখ-দুঃখ এ সবই পরস্পর বিপরীতধর্মী হলেও একে অপরের পরিপূরক।
নিরবচ্ছিন্ন সবকিছুর অস্তিত্বই মূল্যহীন। এ জগতে সাধারণ পাথর ও মহামূল্যবান পাথর উভয়ের সমাবেশ দেখতে পাওয়া যায়। সাধারণ পাথরের পটভূমিতেই উদ্ভাসিত হয় মহামূল্যবান মণি-মুক্তার মহিমা।
মণি-মুক্তা অতি মূল্যবান ধাতু, যা দুর্লভ ও সহজলভ্য নয়, আর এ কারণেই অন্যান্য সাধারণ পাথর থেকে এদের কদর বেশি। পৃথিবীর সকল পাথরই যদি মহামূল্যবান মণি হতো তাহলে মণি-মুক্তার গৌরব ম্লান হয়ে যেত। তাই বলে সাধারণ পাথরের মূল্য যে নেই, তাও নয়।
বস্তুত স্রষ্টার সৃষ্টিশীল সব কিছুই একে অপরের পরিপূরক। জীবনে আলোআঁধার, সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পাশাপাশি আছে বলেই জীবনের প্রকৃত বৈশিষ্ট্য সহজে অনুধাবন করা যায়। আলোর রূপ ফুটিয়ে তোলার জন্যে যেমন অন্ধকার একান্ত প্রয়োজন, তেমনি দুঃখবেদনা ও অভাবের তীব্র জ্বালা আছে বলেই আমাদের জীবনে সুখ, আনন্দ ও স্বাচ্ছন্দ্য এত কাম্য।