চাকরির একাধিক পরীক্ষায় বার বার আসা ৭০ টি গুরুত্বপূর্ণ বাক্যসংকোচন

চাকরির একাধিক পরীক্ষায় বার বার আসা ৭০ টি গুরুত্বপূর্ণ বাক্যসংকোচন

চাকরির একাধিক পরীক্ষায় বার বার আসা ৭০ টি গুরুত্বপূর্ণ বাক্যসংকোচন ////// ✍️✍️যিনি বিদ্যা লাভ করিয়াছেন -- কৃতবিদ্য (সোনলী & জনতা ২০২০) ✍️✍️ বহু দেখেছে যে -- ভূয়োদর্শী ( আট ব্যাংক ২০১৯) ✍️✍️ ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি -- ইতিহাসবেত্তা (পূবালী ব্যাংক ১৯) ✍️✍️ মকমক হলো -- ব্যাঙের ডাক (সিনিয়র অফিসার ১৮) ✍️✍️ অকালে যাকে জাগরণ করা হয় -- অকালবোধন ( প্রবাসী কল্যান ব্যাংক ১৮) ✍️✍️ যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে -- প্রোষিতপত্নীক (কৃষি ব্যাংক ১৭) ✍️✍️ অনুকরণ করার ইচ্ছা -- অনুচিকীর্ষা (রাকৃউবি ১৭) ✍️✍️ বিশ্বজনের হিতকর -- বিশ্বজনীন (প্রবাসী কল্যান -১৭) ✍️✍️ যে নারীর হিংসা নেই -- অনসূয়া (বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন)  ✍️✍️ টঙ্কার --- ধনুকের ধ্বনি (উত্তরা ব্যাংক) ✍️✍️ যাকে ভাষায় প্রকাশ করা যায়না -- অনির্বচনীয় (উত্তরা ব্যাংক ১৭) ✍️✍️ এক থেকে শুরু করে ক্রমাগত -- একাদিক্রমে (পূবালী ব্যাংক ১৩) ✍️✍️ যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে -- অবিমৃষ্যকারী (রাকৃউব ১১) ✍️✍️ যা লাফিয়ে চলে -- প্লবগ (সোনালী ব্যাংক ১০) ✍️✍️ যার কিছু নেই-- অকিঞ্চন (রুপালী ব্যাংক ২০১০) ✍️✍️ সম্পূর্নরুপে বিবেচনা করা হয় নাই এমন -- অসমীক্ষিত (রুপালী ২০১০) ✍️✍️ বৃষ্টির জল --- শীকর  ✍️✍️ গোপন করার ইচ্ছা -- জুগুপ্সা ✍️✍️ আজীবন সধবা যে নারী -- চিরায়ুস্মতী (তিতাস গ্যাস ২০১১) ✍️✍️ যা দীপ্তি পাচ্ছে -- দেদীপ্যমান (বিবি এডি ২০১০) ✍️✍️ দশ চক্রে ভগবান ভূত -- দশ জনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা (জনতা ২০১১) ✍️✍️ বাঘের চামড়া-- কৃত্তি (সিটি ব্যাংক ১১) ✍️✍️ যে ব্যক্তির দুহাত সমানে চলে -- সব্যসাচী ✍️✍️ যা বিনা যত্নে উৎপন্ন হিয়েছে--- অযত্নসম্ভূত ✍️✍️ রাজহাসের ডাক -- ক্রেকার ✍️✍️ দুইয়ের মধ্যে একটি-- অন্যতর ✍️✍️ যার বসন আলগা-- অসংবৃত ✍️✍️ চক্রের প্রান্তভাগকে বলা হয়-- চক্রধারা ✍️✍️ শুভক্ষনে জন্ম যার -- ক্ষনজন্মা ✍️✍️ হরিণের চামড়া -- অজিন ✍️✍️ যে জমিতে ফসল জন্মায় না-- ঊষর ✍️✍️ পাওয়ার ইচ্ছা-- ঈপ্সা বিশ্বজনের  হিতকর-- বিশ্বজনীন যা প্রমান করা যায় না-- অপ্রমেয় একই সময়ে বর্তমণ -- সমসাময়িক গাছে উঠতে পটু যে -- গেছো গম্ভীর ধ্বনি-- মন্দ্র মুক্তি পেতে ইচ্ছুক-- মুমুক্ষু সম্মুখে অগ্রসর হয়ে -- প্রত্যুদগমন রাত্রির শেষভাগ -- পররাত্র যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে--- জাতিস্মর যে বস্তি থেকে উৎখাত হয়েছে-- উদ্বাস্তু ঋষির ন্যায় --- ঋষিকল্প শোনা যায় এমন -- শ্রুতিগ্রাহ্য অবক্ষ জলে নেমে স্নান-- অবগাহন ভোজন করার ইচ্ছা ----বুভুক্ষা আপনাকে পন্ডিত মনে করে যে---- পন্ডিতন্মন্য যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় --- মাধুকরী কর দান করে যে---- করদ যে বহু বিষয় জানে--- বহুজ্ঞ দ্বারে থাকে যে--- দৌবারিক কর্ম সম্পাদনে অতিশয় দক্ষ -- কর্মঠ যে অননরত কাঁদছে -- রোরুদ্যমান আটপৌরে--- যা সব সময় পরার উপযোগী জয় সূচনা করে এরুপ তিথি -- শুভ তিথি যা সাধারনের মধ্যে দেখা যায়না -- অনন্যসাধারন শত্রুকে পীড়া দেয় যে --- পরন্তপ ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি -- ঋত্বিক চোখের কোন -- অপাঙ্গ অলংকারের ধ্বনি -- শিঞ্জন সৃষ্টি করার ইচ্ছা -- সিসৃক্ষা খাতা পত্র রাখার ঘর -- দপ্তরখানা আকাশ ও পৃথিবী -- ক্রন্দসী আট বছর বয়সী কন্যা -- গৌরী জেষ্ঠ্যর বর্তমানে কনিষ্ঠের বিয়ে -- পরিবেদন যে অন্যের লেখা চুরী করে -- কুম্ভিলক কল্পনার দ্বারা রচিত মূর্তি -- ভাবমূর্তি যে বিষয়ে কোনো বিতর্ক নেই -- অবসংবাদী মোটাও নয়, রোগাও নয়---- দোহারা যে ভরণ পোষন করে -- ভর্তা বাইরের জগৎ সম্পর্কে যার জ্ঞান নেই -- কূপমন্ডূক শোক দূর হয়েছে যার--- বীত শোক

//////

✍️✍️যিনি বিদ্যা লাভ করিয়াছেন -- কৃতবিদ্য (সোনলী & জনতা ২০২০)

✍️✍️ বহু দেখেছে যে -- ভূয়োদর্শী ( আট ব্যাংক ২০১৯)

✍️✍️ ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি -- ইতিহাসবেত্তা (পূবালী ব্যাংক ১৯)

✍️✍️ মকমক হলো -- ব্যাঙের ডাক (সিনিয়র অফিসার ১৮)

✍️✍️ অকালে যাকে জাগরণ করা হয় -- অকালবোধন ( প্রবাসী কল্যান ব্যাংক ১৮)

✍️✍️ যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে -- প্রোষিতপত্নীক (কৃষি ব্যাংক ১৭)

✍️✍️ অনুকরণ করার ইচ্ছা -- অনুচিকীর্ষা (রাকৃউবি ১৭)

✍️✍️ বিশ্বজনের হিতকর -- বিশ্বজনীন (প্রবাসী কল্যান -১৭)

✍️✍️ যে নারীর হিংসা নেই -- অনসূয়া (বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন) 

✍️✍️ টঙ্কার --- ধনুকের ধ্বনি (উত্তরা ব্যাংক)

✍️✍️ যাকে ভাষায় প্রকাশ করা যায়না -- অনির্বচনীয় (উত্তরা ব্যাংক ১৭)

✍️✍️ এক থেকে শুরু করে ক্রমাগত -- একাদিক্রমে (পূবালী ব্যাংক ১৩)

✍️✍️ যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে -- অবিমৃষ্যকারী (রাকৃউব ১১)

✍️✍️ যা লাফিয়ে চলে -- প্লবগ (সোনালী ব্যাংক ১০)

✍️✍️ যার কিছু নেই-- অকিঞ্চন (রুপালী ব্যাংক ২০১০)

✍️✍️ সম্পূর্নরুপে বিবেচনা করা হয় নাই এমন -- অসমীক্ষিত (রুপালী ২০১০)

✍️✍️ বৃষ্টির জল --- শীকর 

✍️✍️ গোপন করার ইচ্ছা -- জুগুপ্সা

✍️✍️ আজীবন সধবা যে নারী -- চিরায়ুস্মতী (তিতাস গ্যাস ২০১১)

✍️✍️ যা দীপ্তি পাচ্ছে -- দেদীপ্যমান (বিবি এডি ২০১০)

✍️✍️ দশ চক্রে ভগবান ভূত -- দশ জনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা (জনতা ২০১১)

✍️✍️ বাঘের চামড়া-- কৃত্তি (সিটি ব্যাংক ১১)

✍️✍️ যে ব্যক্তির দুহাত সমানে চলে -- সব্যসাচী

✍️✍️ যা বিনা যত্নে উৎপন্ন হিয়েছে--- অযত্নসম্ভূত

✍️✍️ রাজহাসের ডাক -- ক্রেকার

✍️✍️ দুইয়ের মধ্যে একটি-- অন্যতর

✍️✍️ যার বসন আলগা-- অসংবৃত

✍️✍️ চক্রের প্রান্তভাগকে বলা হয়-- চক্রধারা

✍️✍️ শুভক্ষনে জন্ম যার -- ক্ষনজন্মা

✍️✍️ হরিণের চামড়া -- অজিন

✍️✍️ যে জমিতে ফসল জন্মায় না-- ঊষর

✍️✍️ পাওয়ার ইচ্ছা-- ঈপ্সা

বিশ্বজনের  হিতকর-- বিশ্বজনীন

যা প্রমান করা যায় না-- অপ্রমেয়

একই সময়ে বর্তমণ -- সমসাময়িক

গাছে উঠতে পটু যে -- গেছো

গম্ভীর ধ্বনি-- মন্দ্র

মুক্তি পেতে ইচ্ছুক-- মুমুক্ষু

সম্মুখে অগ্রসর হয়ে -- প্রত্যুদগমন

রাত্রির শেষভাগ -- পররাত্র

যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে--- জাতিস্মর

যে বস্তি থেকে উৎখাত হয়েছে-- উদ্বাস্তু

ঋষির ন্যায় --- ঋষিকল্প

শোনা যায় এমন -- শ্রুতিগ্রাহ্য

অবক্ষ জলে নেমে স্নান-- অবগাহন

ভোজন করার ইচ্ছা ----বুভুক্ষা

আপনাকে পন্ডিত মনে করে যে---- পন্ডিতন্মন্য

যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় --- মাধুকরী

কর দান করে যে---- করদ

যে বহু বিষয় জানে--- বহুজ্ঞ

দ্বারে থাকে যে--- দৌবারিক

কর্ম সম্পাদনে অতিশয় দক্ষ -- কর্মঠ

যে অননরত কাঁদছে -- রোরুদ্যমান

আটপৌরে--- যা সব সময় পরার উপযোগী

জয় সূচনা করে এরুপ তিথি -- শুভ তিথি

যা সাধারনের মধ্যে দেখা যায়না -- অনন্যসাধারন

শত্রুকে পীড়া দেয় যে --- পরন্তপ

ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি -- ঋত্বিক

চোখের কোন -- অপাঙ্গ

অলংকারের ধ্বনি -- শিঞ্জন

সৃষ্টি করার ইচ্ছা -- সিসৃক্ষা

খাতা পত্র রাখার ঘর -- দপ্তরখানা

আকাশ ও পৃথিবী -- ক্রন্দসী

আট বছর বয়সী কন্যা -- গৌরী

জেষ্ঠ্যর বর্তমানে কনিষ্ঠের বিয়ে -- পরিবেদন

যে অন্যের লেখা চুরী করে -- কুম্ভিলক

কল্পনার দ্বারা রচিত মূর্তি -- ভাবমূর্তি

যে বিষয়ে কোনো বিতর্ক নেই -- অবসংবাদী

মোটাও নয়, রোগাও নয়---- দোহারা

যে ভরণ পোষন করে -- ভর্তা

বাইরের জগৎ সম্পর্কে যার জ্ঞান নেই -- কূপমন্ডূক

শোক দূর হয়েছে যার--- বীত শোক

Getting Info...

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.