ব্লগিং অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং
ব্লগিংয়ের মাধ্যমে অনেক উপায়েই আয় করা যায় , তন্মধ্যে গুগল অ্যাডসেন্স আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় উপায় । সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এ বিজ্ঞাপন প্লাটফর্মের মাধ্যমে প্রতিমাসে ১০ হাজার ডলারের উপরে আয় করছেন এমন ব্লগারের সংখ্যাও বাংলাদেশে রয়েছে ।
গুগল অ্যাডসেন্স এবং সরাসরি বিজ্ঞাপন স্পেস বিক্রিসহ আরও নানান উপায়ে আয় করতে পারেন একজন ব্লগার । নিজের ব্লগের মাধ্যমে একটি নির্দিষ্ট পণ্যকে সুপারিশ করেও আয় করার সুযোগ রয়েছে একজন ব্লগারের , যাকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলা হয়।
ইন্টারনেট থেকে ভালো আয়ের ক্ষেত্রে এই অ্যাফিলিয়েট মার্কেটিংও একটি উপযোগি মাধ্যম । এই মাধ্যমে আপনি অন্য যেকোনো আয়ের উপায় যেমন অ্যাডসেন্স থেকেও বেশি আয় করতে পারবেন।
তবে বিশাল এ ক্ষেত্রটিতে এগিয়ে যেতে আপনাকে কৌশুলী হতেই হবে , জানতে হবে পরীক্ষিত সব উপায় । ওয়েবসাইট তৈরি করা থেকে শুরু করে অ্যামাজান অ্যাফিলিয়েট প্রোগ্রাম , প্রোডাক্ট রিসার্স ( চাহিদা সম্পন্ন লাভবান পণ্য নির্বাচণ করা ) , কিওয়ার্ড রিসার্স ( সার্চ ইঞ্জিন থেকে টার্গেটেড ভোক্তা প্রোডাক্ট বেস কিওয়ার্ড নির্বাচন ) , প্রোডাক্ট রিভিউ লিখা ( কাস্টমারকে পণ্য প্রদর্শণ ও লেখনির মাধ্যমে পণ্য কেনায় উৎসাহিত করা ) , অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে সাইটে টার্গেট ট্রাফিক আনাসহ বিভিন্ন বিষয় জানতে হয় । 💐